ফরিদপুর সদরে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাস খাদে পড়ে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাচপুরা রেলক্রস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল জলিল।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে উঠে পড়ে।
এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে বেশ কিছুদূর গিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধারে ফরিদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। এবং আহতদের ফরিদপুর হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল জলিল। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ।
পুলিশ সুপার আরও বলেন, মাইক্রোবাসের যাত্রীরা নারায়ণগণ্ঞ থেকে ফরিদপুরে বেড়াতে এসেছিলেন। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।