Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নাশকতার মামলায় বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি ■ লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ■ ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ■ ডিবির হারুনের আয়কর নথি জব্দের আদেশ ■ গ্যাসের কূপের অনুসন্ধানসহ ১০ প্রকল্প অনুমোদন ■ বন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে আল্টিমেটাম ■ কিউবায় অস্ত্রাগারে বিস্ফোরণের পর ১৩ সেনা নিখোঁজ
হতাশা কাটিয়ে নবযাত্রার প্রত্যাশা
ডেসটিনি ২০০০ লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
Published : Tuesday, 7 January, 2025 at 1:38 PM

ডেসটিনি ২০০০ লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেসটিনি ২০০০ লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দেখতে দেখতে ২৪ বছর পেরিয়েছে ৪৫ লাখ মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ লিমিটেড।

রোববার (৫ জানুয়ারি) প্রতিষ্ঠানের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন সকালে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) অডিটরিয়ামে। অনুষ্ঠানে বক্তারা ১২ বছরের সব হতাশা কাটিয়ে নবযাত্রায় শামিল হওয়া ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি মিথ্যা মামলায় আটককৃত ডেসটিনি গড়ার পথিকৃৎ মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেছেন।
সকালে পবিত্র কোরআন তিলয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়। ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক বোর্ড চেয়ারম্যান ব্যরিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

তিনি হাইকোর্টকর্তৃক নিযুক্ত সকল বোর্ড পরিচালক, শেয়ারহোল্ডার, ডায়মন্ড এক্সিকিউটিভ ও সকল ডিস্ট্রিবিউটের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, আমরা ব্যবসা শুরুর দ্বার প্রান্তে। শীঘ্রই আমাদের হতাশা দূর হয়ে যাবে। তিনি বলেন যে, আমরা রমজান মাসে সারাদেশে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করবো। 

ডেসটিনি ২০০০ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. ইকবাল জামাল বলেন, আমরা নিরলসভাবে ২৮ মাস ধরে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে একটাই ডেসটিনির সুনাম যেন অক্ষুন্ন থাকে। আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন এবং ধৈর্য্য ধরুন। আজ আপনাদের আশা-আকাংখার দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে। আজকে থেকে নতুন যাত্রা শুরু হল।  

বিশেষ অতিথি বরেণ্য সাংবাদিক এম এ আজিজ বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটর আপনারা এক একজন আলাদা আলাদা উদ্যোক্তা। আপনাদের দ্বারাই সম্ভব হবে বর্তমান বাংলাদেশ সরকারের স্বপ্ন বাস্তবায়ন করা। দেশকে বেকারমুক্ত করার জন্য এগিয়ে আসতে পারবেন।  বিনিয়োগকারীদের কোন অভিযোগ নাই।

অনুষ্ঠানের সভাপতির ইঞ্জিনিয়ার আহমেদ মুশফেক আনাম বলেন, ডেসটিনি সবচেয়ে বড় সম্পদ ৪৫ লাখ সুশৃঙ্ক্ষল প্রশিক্ষিত পরিবেশক। অন্যান্য সম্পদ আসে যায় কিন্ত এই সম্পদ কেনা যায় না, এই সম্পদ তৈরি হয়েছে।  আমরা মহামান্য হাইকোর্টকর্তৃক নিযুক্ত হয়ে কিছু নির্দেশনা নিয়ে এসেছি। গত ১২ বছর আপনারা আপনাদের বিনিয়োগ এবং কর্মক্ষেত্র নিয়ে হতাশায় কটিয়েছেন। ইনশাল্লাহ আজ থেকে হতাশা কাটিয়ে নবযাত্রা শুরু হবে। আমরা অবশ্যই আইন মেনে ব্যবসা করবো। অচিরেই বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। 

ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যাবস্থাপনা সমন্বয়ক মো. আশরাফুল আমীন তার বক্তব্যে মো. রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইনসহ অন্যান্য পরিচালকদের মুক্তির দাবী করেন। 

আনন্দ-উৎসবের এমন দিনে এখানে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ জাকির হোসেন, মো. সাইফুল আলম রতন, সামনুন এহসান শামীম, বিপ্লব বিকাশ শীল, মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক, জি এম গোলাম রাব্বানী সুমন, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর আলম, শামছুল আলম, মঈন উদ্দিন আহমেদ ও ইব্রাহিম খলিল লিটন প্রমুখ। 

বিপুল উৎসাহ-উদ্দীপনার আয়োজনে সারাদেশের ডেসটিনির প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি যারা আসতে পারেননি; তারা যুক্ত ছিলেন অনলাইন প্লাটফর্মে। সবশেষে কেক কেটে নবযাত্রার ঘোষণা করা হয়।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
শাহবাগে গণঅভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 January, 2025
কুয়াশায় ঢাকা রাজধানী
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 January, 2025
শনিবার রাজধানীর যেখানে যাবেন না
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up