আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় আসবেন তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাতের নেতৃত্বে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল। মূলত তুরস্ক ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করার পাশাপাশি নতুন বাণিজ্যিক সুযোগ উন্মোচনে করত কাজ করবেন এই দুই দেশ।
তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের বোলাত বাংলাদেশের থাকবেন একদিন । এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশে আসবেন বলে জানা যায়। সেসময় ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকটি বাণিজ্য উপদেষ্টার কার্যালয় সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার সম্ভাবনা এবং তুরস্কের মন্ত্রীর আসন্ন সফরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ঐ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং এটি দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।