Published : Tuesday, 7 January, 2025 at 11:39 AM, Update: 07.01.2025 3:48:26 PM
নেপালের সীমান্তবর্তী এলাকা চীনের তিব্বতের শিগাৎসে শহরে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সেখানে সকাল থেকে মৃত্যু সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৫৩ জনে। এছাড়াও আহত হয়েছেন ৬২ জন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। খবর বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্যমতে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টা ৫ মিনিটে তিব্বতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমের শহর শিগাৎসে।
এদিকে নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকা। এর আগে ২০১৫ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ৯ হাজার মানুষ নিহত হয় এবং আহত হয় আরো ২২ হাজার মানুষ। এছাড়া বিধ্বস্ত হয় প্রায় ৫ লাখের বেশি বাড়িঘর।
এদিকে নেপালে একইদিনে সৃষ্ট ভূকম্পের ফলে ভারতের বিহারের বিভিন্ন এলাকায় তা অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।