Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া ■ শেখ হাসিনাসহ পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব তলব ■ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক জামায়াত আমিরের ■ তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৬ ■ এবার গ্যাসের দাম আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব ■ বিমানবন্দরের পথে খালেদা জিয়া ■ কবে নাগাদ সব বই পাবে শিক্ষার্থীরা, জানেন না উপদেষ্টা
‘হাসিনার ওপর রাগ লাগে না?’ প্রশ্নে যা বললেন খালেদা জিয়া
Published : Monday, 6 January, 2025 at 3:03 PM, Update: 06.01.2025 3:11:08 PM

 খালেদা জিয়ার ও শেখ হাসিনা

খালেদা জিয়ার ও শেখ হাসিনা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে আবেগঘটন একটি স্ট্যাটাস প্রদান করেছেন। 

সোমবার (০৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তিনি এ স্ট্যাটাস প্রদান করেন।

স্ট্যাটাসে আসিফ নজরুল জানান, খালেদা জিয়ার কাছে তিনি সরাসরি জানতে চেয়েছিলেন, এসব কিছুর জন্য শেখ হাসিনার ওপর তার রাগ হয় কি না? উত্তরে খালেদা জিয়া বলেছিলেন, রাগ করে কি করব বলেন! আল্লাহর কাছে বলি।

আইন উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল।

সেরকম একটা সময়ে আমি তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই। একান্তে কথা হয় কিছুক্ষণ তার বাসভবনে। বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন। জানান সবসময় তিনি খবর রাখেন দেশের।

আমি উনার স্বাস্থ্যর কথা, হাসিনা শাসনামলের দুঃসহ সময়ের কথা জানতে চাই। লক্ষ্য করি তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না। অবশেষে সরাসরি জানতে চাই, এতো সাফার করলেন আপনি, শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার? তিনি (খালেদা জিয়া) একটু নীরব থাকেন। তারপর ম্লানকণ্ঠে বলেন, রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।
 
স্ট্যাটাসে তিনি আরো বলেন, আমি অবাকই হই। ১৫টা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যেচার আর নির্মম নির্যাতন করেছেন বেগম জিয়ার প্রতি (এবং একইসঙ্গে উনার দলের হাজার হাজার নেতা-কর্মীকে)। অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে।

সবশেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আসিফ নজরুল বলেন,আগামীকাল বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন দেশে।

আবার যেনো ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে।

বিএনপি সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তার ওঠার কথা রয়েছে।
 
লন্ডন যাত্রার সব প্রস্তুতি শেষ হওয়ার মধ্যে গতকাল রোববার রাত ৯টায় রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন খালেদা জিয়া। ‘ফিরোজা’ থেকে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে লন্ডনযাত্রার দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
বিমানবন্দরের পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
খালেদা জিয়ার আপিল শুনানি ফের বুধবার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up