জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করলে খরচ অনেক কম হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। তাই এ দুই নির্বাচন একসঙ্গে করার পক্ষে মত দিয়েছেন তিনি।
সোমবার (০৬ জানুয়ারি) রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে মতামত নিতে সংবাদকর্মীদের সঙ্গে বসে তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন কমিশন।
এ সময় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করাসহ নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানোসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা।
পরে নিজেদের মতামত তুলে ধরেন কমিশনের প্রধান। ড. তোফায়েল আহমেদ বলেন, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের ভোটে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে বিগত সরকারের। কিন্তু জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ কমে নামবে ৬০০ কোটিতে।
এ সময় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা (এমপি) যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন, সেই বিষয় সুপারিশ করা হবে বলে জানান তোফায়েল আহমেদ।
এ ছাড়া তিনি আরও জানান, স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে কমিশন। বিশেষ করে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে।
প্রসঙ্গত, রাষ্ট্রের সংস্কারের অংশ হিসেবে ১৬টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার বিষয়ক কমিশন।