যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়। তাকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা ঐ আবাসন ব্যবসায়ীর নাম আবদুল মোতালিফ।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে। যদিও সেটি তিনি তাকে দেন বিনামূল্যে। ঐ নথিপত্রের তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।
নথিপত্রে বলা হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছাকাছি অবস্থিত ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিককে ২০০৪ সালে দেওয়া হয়। এর আগেই ২০০১ সালে ফ্ল্যাটটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়েছিল, যা বর্তমানে প্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা।
যদিও বর্তমান বাজারমূল্য উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা) বিক্রি হয়েছে।
ভোটার নিবন্ধন নথি থেকে জানা গেছে, টিউলিপ সিদ্দিকের পরিবারের সদস্যরা ঐ ফ্ল্যাটে বসবাস করেছেন এবং পার্লামেন্টে তার দাখিল করা আর্থিক বিবরণীতে দুইটি ফ্ল্যাট থেকে ভাড়া আয়ের কথা উল্লেখ রয়েছে।
একজন অভ্যন্তরীণ সূত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের পরিবার আবদুল মোতালিফকে আর্থিক সহায়তা করেছিলেন তার দুর্দিনে এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে তিনি ফ্ল্যাটটি টিউলিপকে উপহার দেন। বর্তমানে ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করছেন।
ভোটার নিবন্ধন নথি থেকে জানা গেছে, তার ঠিকানায় মজিবুল ইসলাম নামক একজন ব্যক্তি বাস করেন, যিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের এমপি ছিলেন।
এদিকে আবদুল মোতালিফ ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, তিনি কিংস ক্রসের ফ্ল্যাটটি কেনার কথা স্বীকার করেছেন। তবে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু বলতে চাননি।