Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব ■ ফারুকের ওপর হামলাকারীদের ধরতে নুরের আল্টিমেটাম ■ আবু সাঈদ হত্যা: বেরোবি ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত ■ এখনো জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ ঠিক হয়নি ■ সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ ■ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক ■ বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি
প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
Published : Friday, 3 January, 2025 at 6:42 PM

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রথম ধাপে গঠিত ছয় সংস্কার কমিশনের সবগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে।

এর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দেয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে।

আর বিচার বিভাগ সংস্কার কমিশনকে প্রতিবেদন দেয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল ৩ অক্টোবর। এই পাঁচ কমিশনকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেওয়ার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সে হিসেবে ২ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমার কথা ছিল।

আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর। ৫ জানুয়ারির মধ্যে এ কমিশনের প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।

গত ৪ নভেম্বর প্রথম ধাপের ছয় কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

এ ছয় কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে।

এখন কমিশনগুলোর সময় বাড়ানোর কথা জানিয়ে বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। প্রতিবেদন দিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে তারা।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিগত ৩ নির্বাচনের অনিয়ম খুঁজে বের করবে ইসি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 4 January, 2025
৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল
নিজস্ব প্রতিবেদক
Friday, 3 January, 2025
যে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
Thursday, 2 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up