Published : Thursday, 2 January, 2025 at 11:59 PM, Update: 03.01.2025 1:01:19 AM
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে। তবে এ সময় নতুন করে কারো মৃত্যুর ঘটনা ঘটেছি। ফলে ২০২৫ সালে মশাজনিত রোগটিতে মৃত্যুর সংখ্য শূন্য।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছরের প্রথম দুইদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৪২ জন। যাদের মধ্যে ৫৯ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮০ শতাংশ নারী।