অভিবাসন আইন লঙ্ঘন করার অভিযোগে ১০৫ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। যার মধ্যে ৬৪ জনই ছিলেন বাংলাদেশি। এছাড়া ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া একটায় চালানো এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সাপু’। এই অভিযানে ৬৪ বাংলাদেশিসহ ২৪ ইন্দোনেশিয়ান নাগরিক, যাদের মধ্যে চারজন নারী, মিয়ানমারের ১৬ জন নাগরিক এবং একজন পাকিস্তানি পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে।
দেশটিতে অনথিভুক্ত অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে ৪৫৪ জনের তথ্য যাচাই-বাছাই করা হয়, যাদের মধ্যে ১০৫ জন অভিবাসন আইন ও প্রবিধান লঙ্ঘন করেছে বলে খুঁজে পাওয়া যায়।
জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, কিছু বন্দি আলমারিসহ তাদের কেবিনের কোয়ার্টারে আঁটসাঁট জায়গায় লুকানোর চেষ্টা করেছিল এবং কেউ কেউ ছাদে উঠেছিল, কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং কর্মকর্তারা তাদের আটক করেন।