মুখে চওড়া হাসি, হাতে বল। সেই বল দর্শকদের দিকে উঁচিয়ে ধরে মাঠ ছাড়লেন তাসকিন আহমেদ। এভাবে উদযাপন করেছেন তিনি আগেও অনেকবার। তবে এই ম্যাচে তিনি যা করলেন, বাংলাদেশের কেউ আগে কখনও করতে পারেননি। বিপিএলেও এমন কিছু আগে দেখা যায়নি। টি-টোয়েন্টি ম্যাচে একাই নিলেন তিনি সাত উইকেট!
কুয়াশাচ্ছন্ন দিনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ঢাকা। শুরুতেই তারা খায় বড় ধাক্কা। তাসকিন আহমেদের দুর্দান্ত এক বাউন্সে ব্যাট পেতে দিয়ে লিটন দাস ফেরেন ৫ বলে ০ করে।
এরপর তানজিদ হাসান তামিমকেও তুলে নেন তাসকিনই। তামিম ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে ১০ বলে ফেরেন ৯ করে। ১৪ রানে ২ উইকেট হারায় ঢাকা।
তৃতীয় উইকেট জুটিতে ইংলিশ রিক্রুট স্টিফেন এসকেনাজি এবং শাহদাত হোসেন দীপুর ব্যাটে গুরে দাঁড়ায় ঢাকা। ১১ ওভারের আগেই ৯৩ রান স্কোরকার্ডে যোগ করে ঢাকা। ৯৩ রানের মাথায় এই জুটি ভাঙেন হাসান মুরাদ। ২৯ বলে ৬ চার ও ২ ছয়ে ৪৬ রান করেন এসকেনাজি।
৪১ বলে ৭ চারে ৫০ রান করেই তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হন দীপু। এই স্পেলে ফেরা তাসকিন ভয়ঙ্কর হয়ে ওঠেন। একাই ঢাকাকে গুড়িয়ে দেন।
চতুরঙ্গ ডি সিলভা ১ রানে, আলাউদ্দি বাবু ৯ বলে ১৩, মুকিদুল ইসলাম ০, শুভাম রাঞ্জানে ১৩ বলে ২৪ রান করে তাসকিনের শিকারের খাতায় নাম লেখান। নাজমুল ইসলাম ১ রানে অপরাজিত থাকেন।
তাসকিন আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। এটাই বিপিএলের ইতিহাসের সেরা বোলিং ফিগার।