একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কী ভূমিকা ছিল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশে সে প্রশ্ন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই রাজনৈতিক দল ছাড়া যে আর কেউ দেশপ্রেমিক নয়–তাদের এই দাবি নিয়ে মানুষ হাসবে।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সিলেটে দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’–এর পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান শেষে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জনগণ যখন অত্যাচারিত হয়েছে, সেনাবাহিনী তখন জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২৪ এর গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, আপনাদের একাত্তরে ভূমিকা কী ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটা রাজনৈতিক দল দেশপ্রেমিক– এই ধারণা দিলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না।
স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েই কেবল ক্ষান্ত হননি জিয়াউর রহমান। লড়াই করেছেন। পাকিস্তানী কর্নেল জাঞ্জুয়াকে হত্যাও করেছেন। সেখানে যুদ্ধ হয়েছে। সে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মেজর জিয়া।
এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ মুজিবুর রহমান স্বাধীকার আন্দোলন করেছেন। কিন্তু স্বাধীনতার জন্য বিশেষ কোনো ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি। সেই আহ্বানও তার নাই। জোর করে বিভিন্ন সময় আওয়ামী লীগ এসব প্রচার করেছে। প্রকৃত ইতিহাস হচ্ছে যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। সেই অধ্যায়ও বইয়ে থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন।
শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে সিলেট জেলা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।