প্রাথমিক ও মাধ্যমিকে বছরের প্রথম দিনে সারাদেশে একযোগে ৬ কোটি ৮ লাখ ১৯ হাজার ৪৪টি বই বিতরণ করা হয়েছে। এরমধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে।
চলতি বছর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯ কোটি ৬ লাখ ৪০ হাজার ৪১৫টি পাঠ্যপুস্তকের মধ্যে সরবরাহ করা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৮৮৭টি। মুদ্রিত পাঠ্যপুস্তকের সংখ্যা ৪ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৫৮৪টি।
মুদ্রিত পাঠ্যপুস্তকের হার ৫৩.৯ শতাংশ। পিডিআই করা পাঠ্যপুস্তকের সংখ্যা ৪ কোটি ২৪ লাখ ৪ হাজার ৮৭৯টি। পিডিআই করা পাঠ্যপুস্তকের হার ৪৬.৭৮ শতাংশ। মোট ২২৩টি লটে সরবরাহ করা পাঠ্যপুস্তকের সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৮৮৭টি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, বছর শুরুর দিন ১ জানুয়ারি থেকে ৪১ কোটি পাঠ্যপুস্তকের মধ্যে মাধ্যমিকে মোট ৬ কোটি ৮ লাখ ১৯ হাজার ৪৪টি বই বিতরণ করা হয়েছে।
এরমধ্যে ৪ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৫৩০টি বই সারাদেশে বিতরণ করা হয়েছে। মোট ১ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৫১৪টি বই পিডিআই করা হয়েছে। অবশিষ্ট বই শিগগিরই দেওয়া হবে।