Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নির্ধারিত সময়ে নির্বাচনের আয়োজন করা হবে ■ ২০২৪ সালে সারাদেশে দূর্ঘটনায় নিহত ৯২৩৭ ■ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা চিঠি নিয়ে যা বললো ভারত ■ বিপিএলে বড় জয়ে পয়েন্টের খাতা খুললো চিটাগাং ■ প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে চাকরি থেকে অব্যাহতি ■ ৫ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল ■ প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল
এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮২৯৮ শ্রমিক নিহত
Published : Wednesday, 1 January, 2025 at 11:59 PM, Update: 02.01.2025 12:21:03 AM

এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮২৯৮ শ্রমিক নিহত

এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮২৯৮ শ্রমিক নিহত

সারাদেশে প্রত্যক সময়ে কোনো না কোনো দূর্ঘটনা ঘটে। এতে মানুষ নিহত হয়। এবার কর্মক্ষেত্রে দুর্ঘটনায় গত ১০ বছরে ৮ হাজার ২৯৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ হাজার ৬১৭ জন। 

শুধুমাত্র গত এক বছরের হিসাবে এ সংখ্যা যথাক্রমে ৭০৭ ও ২৯২। এই সময়ে কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ১১৩ জন শ্রমিক।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শীর্ষস্থানীয় ১৩টি পত্রিকার সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে সংস্থাটি।

এদিকে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) জরিপ বলছে, সারাদেশে গত এক বছরে কর্মক্ষেত্রে ৬৩৯টি দুর্ঘটনায় ৭৫৮ জন শ্রমিক নিহত হয়েছেন। কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যেসব শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তাদেরও এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিলসের জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি ২৭৩ শ্রমিকের মৃত্যু হয় পরিবহন খাতে। এর পরই রয়েছে কৃষি খাত। এ খাতে নিহত হন ১০২ জন। নির্মাণ খাতে নিহত হন ৯১ জন। 

এছাড়া ৪৩ জন রিকশা শ্রমিক, ৩৮ প্রবাসী শ্রমিক, ৩২ দিনমজুর, বিদ্যুৎ খাতে ২২ জন, ১৯ মৎস্য শ্রমিক, জাহাজ ভাঙা শিল্প ও স্টিলমিলে ৯ করে ১৮, নৌ-পরিবহন খাতে ৮, অক্সিজেন কারখানায় ৭, উৎপাদনে ৬, হোটেল-রেস্টুরেন্টে, রাইস মিল, ওয়েল্ডিং ওয়ার্কশপ ও দোকানে পাঁচজন করে শ্রমিক নিহত হন। অন্যান্য খাতে নিহত হন ২৭ জন শ্রমিক।

এসআরএসের নির্বাহী পরিচালক বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ এখানে শুধু পত্রিকায় আসা নিহতের তথ্যগুলো সংকলন করা হয়েছে।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
২০২৪ সালে সারাদেশে দূর্ঘটনায় নিহত ৯২৩৭
নিজস্ব প্রতিবেদক
Saturday, 4 January, 2025
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Friday, 3 January, 2025
গাজীপুরে কেমিক্যালের ড্রামে বিস্ফোরণ, দগ্ধ ৪
গাজীপুর প্রতিনিধি
Saturday, 28 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up