Published : Tuesday, 31 December, 2024 at 11:55 PM, Update: 01.01.2025 12:45:35 AM
আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের বক্তব্যে এ কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত করতে লড়াই করতে হবে। এটা করতে না পারলে এ জাতি বারবার আহত হবে। পথহারা জাতিকে টেনে তোলার দায়িত্ব ছাত্রদের।
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, শিক্ষায় বেশি আঘাত করা হয়েছে বেশি। উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখানে গবেষণা নেই, চর্চা নেই, উৎকর্ষ নেই। সবকিছুকে একদম তছনছ করে দেওয়া হয়েছে।