Published : Tuesday, 31 December, 2024 at 11:55 PM, Update: 01.01.2025 12:35:32 AM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নতুন বছর উপলক্ষে পুতিনকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠিতে তিনি পুতিনকে তার ‘ঘনিষ্ঠতম বন্ধু’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে কিম তার দেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)- এর বরাত দিয়ে এএফপি জানায়, পুতিনকে লেখা নতুন বছরের ওই চিঠিতে কিম তাকে কমরেড হিসাবেও উল্লেখ করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে নিজেদের মাঝে দ্বিপাক্ষিক রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গভীর করেছে মস্কো-পিয়ংইয়ং। এরপর থেকে বারবার নিজেদের ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে আসছেন পুতিন এবং কিম।
চলতি বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সঙ্গে যুগান্তকারী দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর পরপরই চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। চুক্তির পর ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তার জন্য দশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া।
কেসিএনএ বলেছে, নববর্ষের শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা ভ্রাতৃত্বপূর্ণ রুশ জনগণ এবং সাহসী রুশ সেনাবাহিনীর সমস্ত কর্মীদের নিজের পক্ষ থেকে, কোরিয়ান জনগণ এবং সশস্ত্র বাহিনীর সমস্ত কর্মীদের পক্ষে থেকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।