Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঢাবি ছাত্রশিবিরের নেতৃত্বে ফরহাদ-মহিউদ্দিন ■ শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ■ যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ ■ তাপমাত্রা নামলো ৮ ডিগ্রির ঘরে, জনজীবন বিপর্যস্ত ■ ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ঝরল ৪ প্রাণ ■ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ■ যে কারণে খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান
কবে হতে পারে জাতীয় নির্বাচন, যা জানালেন সিইসি
Published : Tuesday, 31 December, 2024 at 2:37 PM

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিইসি  এএমএম নাসির উদ্দীন

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিইসি এএমএম নাসির উদ্দীন

নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তবে নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারনা করা যাবে নির্বাচন কবে হবে।

সোমবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এর আগে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করতে আজ সকালে কুমিল্লা পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন। তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি।

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে। আমরা একটি সুষ্ঠু হোক গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা অঞ্চলের সকল নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/ জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। সভায় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মো. আশরাফুল আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রকল্প পরিচালক (ডাটাবেজ) মেজর মো. মামুনুর রশিদসহ আঞ্চলিক নির্বাচন কমিল্লা অঞ্চলের কর্মরত জেলা এবং উপজেলার নির্বাচন কর্মকর্তাগণ।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
কবে হতে পারে জাতীয় নির্বাচন, যা জানালেন সিইসি
কুমিল্লা প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
যুবকদের ভোটার তালিকায় আনতে চাই
নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 December, 2024
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 25 December, 2024
যেকোনো সময় ভোট করতে প্রস্তুত কমিশন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 17 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up