Published : Tuesday, 31 December, 2024 at 12:27 PM
নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে।
সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেলে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশ্য আসার পথে আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে ঘুরে দেখেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।