Published : Monday, 30 December, 2024 at 7:11 PM, Update: 30.12.2024 7:16:24 PM
পাকিস্তানে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে ১৮ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের একটি হাইওয়েতে সোমবার (৩০ ডিসেম্বর) দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হন। অন্যদিকে, সিন্ধু প্রদেশে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ৮ জন।
পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্র্যাফিক আইনের প্রতি অবহেলা।
রেসকিউ ১১২২ জানিয়েছে, পাঞ্জাবের এটকের এম-১৪ মোটরওয়ের ফতেহ ঝাং ইন্টারচেঞ্জে একটি বাস উল্টে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানিয়েছে, গাড়িটি মিয়ানওয়ালি থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ইউটং বাস ছিল।
একই দিনে, লাহোরের এম-৩ এর সৈয়দওয়ালা ইন্টারচেঞ্জ থেকে ফয়সালাবাদের তান্ডলিয়ানওয়ালা যাওয়ার রাস্তায় ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্ঘটনায় লাহোরের একটি পরিবারের সাতজন মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
দুই সপ্তাহ আগে, লোধরান জেলার জালালপুর পিরওয়ালার কাছে মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি গাড়ি দুর্ঘটনায় খানপুরের এক দম্পতি মারা গিয়েছিলেন এবং তাদের তিন সন্তান গুরুতর আহত হয়েছিল।
চলতি মাসের শুরুর দিকে বাহাওয়ালপুরের উচ শরীফ রোডের নবীপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির ঘনিষ্ঠ আত্মীয় সাবেক এমএনএ মাখদুম আলী হাসান গিলানি।