বছরের শেষ কর্মদিবস ৩১ ডিসেম্বর লেনদেন বন্ধ রেখে আয়-ব্যয়ের হিসাব করে ব্যাংক। এ কারণে দিনটি ব্যাংক খাতে ব্যাংক হলিডে হিসেবে পরিচিত। এদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। কর্মীরাও উপস্থিত থাকবেন।
ব্যাংককর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকগুলো তাদের আর্থিক হিসাব বিবরণী তৈরি করে পঞ্জিকা বছর অনুযায়ী। এ কারণে ৩১ ডিসেম্বর সব শাখার হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো। এ কারণে ওই দিন শাখা পর্যায়ের লেনদেন বন্ধ রাখা হয়।
তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে সীমার মধ্যে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং সেবার আওতায়ও লেনদেন করতে পারবেন।
একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে অর্থবার্ষিক হিসাব বিবরণী তৈরি করা হয়। এ কারণে ওই দিনও ব্যাংক লেনদেন বন্ধ থাকে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, শেয়ার বেচাকেনা সংক্রান্ত আর্থিক লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনও লেনদেন হয় না। এ কারণে মঙ্গলবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকলেও এ সংক্রান্ত প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম চলবে।