Published : Monday, 30 December, 2024 at 12:30 PM, Update: 30.12.2024 12:35:30 PM
সময় বদলায়। এর ছোঁয়া আর লাগে না বিপিএলে। বরং একেকটা আসর বিতর্ক আর অনিয়মে ছাপিয়ে যায় আরেকটাকে। এবারের বিপিএলের অন্তত প্রথম ম্যাচের আগে এর ব্যতিক্রম নেই।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে দুপুর ১টা ৩০ মিনিটে নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে। অথচ বল মাঠে গড়ানোর আগে এক টাকাও দেয়া হয়নি দুই দলের কোন ক্রিকেটারকে।
শুধু এই দুই দল নয়, অন্য ফ্র্যাঞ্চাইজিদেরও একই হাল। নিয়ম অনুযায়ী, বিপিএল মাঠে গড়ানোর আগে ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা দলগুলোর। তবে এবার যেহেতু ব্যাংক গ্যারান্টি ৮ কোটি থেকে কমিয়ে ৩ কোটি টাকা করা হয়েছে, তাই শর্ত ছিল ৫০ শতাংশ টাকা দিতে হবে ম্যাচ শুরুর আগে।
টুর্নামেন্ট চলার সময় দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে। কিন্তু কোন টাকাই পাননি ক্রিকেটাররা। জানা গেছে এবারের বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে বেশিরভাগই দেয়নি ব্যাংক গ্যারান্টির পুরো টাকা। তাই ঝুঁকিতে বিসিবি।
কারণ শর্ত অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি টাকা না দিলে সেটা শোধ করতে হবে বিসিবিকেই। সর্বশেষ দশম বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির বকেয়া ‘প্লেয়ার্স পেমেন্ট’ এবার মেটাতে হয়েছে ফারুক আহমেদের নতুন বোর্ডকে। একাদশ আসরের পারিশ্রমিকের কি হয় সেটাই দেখার।
বিপিএলের সূচি বদলানো হয় প্রতিটা আসরে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। এবার বরং একধাপ এগিয়ে টুর্নামেন্ট শুরু না হতেই সূচি বদল করেছে বিসিবি! মঙ্গলবার হতে যাওয়া দুই ম্যাচের সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে।
খুলনা টাইগার্স–চিটাগং কিংস ম্যাচ দুপুর দেড়টার বদলে দুপুর ১২টায় শুরু হবে। আর রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়, আগের সূচিতে যা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়।
মঙ্গলবার বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখার বদলে টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।