Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘১৪ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয়’ ■ ডিসেম্বরে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স ■ ভিড়ের মাঝে উঠে গেল গাড়ি, নিহত ১০ ■ ধূমপানে নতুন আইন, জরিমানা হতে পারে ৩০ হাজার ■ ‘শহীদ মিনারে দেয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে’ ■ ৪৩তম বিসিএসে বাদ পড়া ২৬৭ জন সচিবালয়ে, অন্তর্ভুক্তির দাবি ■ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না দিল্লি-ঢাকা সম্পর্ক
একদিনে ৩ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী
Published : Sunday, 29 December, 2024 at 9:29 PM

একদিনেই বিশ্ব দেখেছে তিনটি বিমান দুর্ঘটনা

একদিনেই বিশ্ব দেখেছে তিনটি বিমান দুর্ঘটনা

দিনের পর দিন সারা বিশ্বে বিমান দুর্ঘটনা বেড়েই চলেছে। একের পর বিশ্ব সাক্ষী হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনার। এতে প্রাণহানী বেড়েই চলেছে।

রোববার (২৯ ডিসেম্বর) একদিনেই বিশ্ব দেখেছে তিনটি বিমান দুর্ঘটনা। এর মধ্যে কানাডা ও নরওয়ের দুর্ঘটনায় যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দক্ষিণ কোরিয়ার দুর্ঘটনা ছিল ভয়াবহ। 

এদিন দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় ১৮১ জনের মধ্যে ১৭৯ জনই নিহত হন। এ ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। রোববার (২৯ ডিসেম্বর) দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় বার্তাসংস্থা ইয়োনহাপ।

এর আগে, জেজু এয়ারের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল।

এদিকে, একই দিনে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার কানাডার একটি বিমান। দেশটির হালিফাস্ক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি। সঙ্গে সঙ্গে বিমানের একটি অংশে আগুন ধরে যায়। খবর আনাদোলুর।

ঘটনার পরই ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত কানাডার বিমান দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

হালিফাস্ক বিমানবন্দরে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়ে দিয়ে ছুটে চলেছে একটি বিমান। সেই বিমানের এক অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। 

এয়ার কানাডার এসি২২৫৯ বিমানটি সেন্ট জন’স থেকে হালিফাস্কে উড়ে আসে। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। 

অপরদিকে, এদিন নরওয়েতে আরও একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

রোববার (২৯ ডিসেম্বর) সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও নরওয়ের বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরও তারা সবাই অক্ষত আছেন। 

রয়্যাল ডাচ এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইট নম্বর কেএল১২০৪ বিমানটি অসলো টর্প সানডেফজর্ড বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে ১৮-এর ডান দিকে ছিটকে পড়ে। বিমানটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আবারও সেখানে ঘুরে আসে।

উল্লেখ্য, কয়েক দিনের আগেই কাজাখস্তানেও একটি বড় বিমান দুর্ঘটনা ঘটে। এতে ৩৮ জন প্রাণ হারায়। 

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
একদিনে ৩ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 29 December, 2024
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৮৫ নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Sunday, 29 December, 2024
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 December, 2024
বিশ্বের বৃহত্তম বাঁধ করবে চীন
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 26 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up