কক্সবাজারের সম্ভাবনাময় পর্যটনকে বেশি করে প্রমোট করলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
রোববার (২৯ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সমুদ্র-সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতি দেশের অর্থনৈতিক উন্নয়নে এক অপার সম্ভাবনার দ্বার খুলে দিবে। এছাড়া কক্সবাজারের ট্যুরিজমকেও প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিকখাতও সমৃদ্ধ হবে।
পরে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন উপদেষ্টা।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। এ সময় জেলার বিভিন্ন দফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সাংবাদিকসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন, স্বাস্থ্য, শিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।