Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শান্তি প্রতিষ্ঠিত হলে রোহিঙ্গাদের ফেরানোর ব্যবস্থা করা হবে ■ হঠাৎ ফেসবুক উত্তাল সমন্বয়কদের পোস্টে; ৩১ ডিসেম্বর কী? ■ বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারও শান্তি থাকবে না ■ প্রবাসীদের তোপের মুখে উপদেষ্টা আসিফ নজরুল ■ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, ১৯ পাক সেনা নিহত ■ সচিবালয়ে ‘অস্থায়ী প্রবেশ’ পাসের জন্য বিশেষ সেল গঠন ■ টোল প্লাজার সেই ঘটনায় ঘাতক চালকসহ গ্রেপ্তার দুই
‘দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে’
Published : Saturday, 28 December, 2024 at 6:19 PM

গভর্নর ড. আহসান এইচ মনসুর

গভর্নর ড. আহসান এইচ মনসুর

দেউলিয়া হওয়ার পথে থাকা অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (২৮ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৪০০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ড. আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংক কোনো ব্যক্তিগত কিংবা পারিবারিক প্রতিষ্ঠান নয়। এটা সবার জন্য। আমানতকারী সবাই ব্যাংকের মালিক। দেউলিয়া হওয়ার পথে ১০টি ব্যাংকের মধ্যে অনেক ব্যাংকই ঘুরে দাঁড়াচ্ছে।
 
অর্থপাচার নিয়ে তিনি বলেন, যারা অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
 
মুদ্রাস্ফীতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমাদের মুদ্রাস্ফীতি এখনো অনেক বেশি আছে। এটাকে কমিয়ে আনতে হবে। আশা করছি জুন মাস নাগাদ এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।
 
বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা। প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মুহাম্মদ আব্দুস সামাদ।
 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বেড়েছে রিজার্ভ
অর্থনৈতিক প্রতিবেদক
Tuesday, 24 December, 2024
যে কারণে হঠাৎ বেড়েছে ডলা‌রের দাম
অর্থনৈতিক প্রতিবেদক
Monday, 23 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up