Published : Saturday, 28 December, 2024 at 1:11 PM, Update: 28.12.2024 1:28:33 PM
বেশ কিছুদিন ধরেই উল্লেখযোগ্য হারে কমছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের তাপমাত্রা। এরমধ্যে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এবার শীতে উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নামতে পারে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
সৌদি আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার উত্তরাঞ্চলসহ দেশটির উত্তরাঞ্চল বিশেষ করে তাবুক, আল জউফে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সৌদি আরবে এরইমধ্যে বেশ শীত পড়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সীমান্তের তাবুক, আল জউফে ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামতে পারে।
গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানান, এসব তথ্য গুজব।
সৌদিতে গ্রীষ্মকালে অসহনীয় তাপমাত্রা পরিলক্ষিত হয়। বিশেষ করে জুন-জুলাই মাসে সূর্যের তাপে ঘর থেকে বের হওয়া যায় না। আর শীতকালে তাপমাত্রা নেমে আসে শূন্যের কোঠায়।