Published : Saturday, 28 December, 2024 at 7:02 AM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ডিন প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান বলেছেন, ‘বিশ্বের সুপার পাওয়ার বা উন্নত রাষ্ট্রগুলো প্রযুক্তি, অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি করলেও নৈতিক ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ।’
শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষা ’২৪-এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চৌধুরী মাহমুদ হাসান বলেন, মানুষ যত উন্নত হয়েছে এবং রাষ্ট্র যত শক্তিশালী হয়েছে, নৈতিকতার সেই উচ্চতায় তারা কখনোই পৌঁছতে পারেনি। যদি তারা সত্যিকার নৈতিক মূল্যবোধে উন্নতি করত, তাহলে সিরিয়ার মতো দেশে এক কোটিরও বেশি মানুষকে শরণার্থী হতে হতো না। এই মানবিক সংকটের জন্য পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্রগুলো দায়ী। ক্ষমতার রাজনীতি করতে গিয়ে তারা লাখ লাখ মানুষকে তাদের মাতৃভূমি থেকে উৎখাত করেছে।
উন্নত রাষ্ট্রগুলো তাদের নিজ দেশের একটি কুকুরের জন্য যতটা মূল্য দেয়, অন্য দেশের সাধারণ মানুষের জন্য সেই মূল্য প্রদর্শন করতে ব্যর্থ। যদি তা পারতো, তাহলে গাজায় এতো সংখ্যক নারী, শিশু এবং সাধারণ মানুষকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এইসব নির্মমতা প্রমাণ করে যে, উন্নত রাষ্ট্রগুলো মানবিক মূল্যবোধের বিকাশে চূড়ান্তভাবে ব্যর্থ।