Published : Saturday, 28 December, 2024 at 6:37 AM
জয় দিয়ে বছর শেষ করল আর্সেনাল। এ বছরের আর কোনো খেলা নেই তাদের। তবে ঘরের মাঠ অ্যামিরেটস স্টেডিয়ামে অপেক্ষাকৃত দুর্বল দল ইপসউইচ টাউনের বিপক্ষে কষ্ট করে জিততে হয়েছে তাদের। তাদের জয় ১-০ গোলে ব্যবধানে। অবনমনে চলে যাওয়া ইপসউইচ টাউনের বিপক্ষে গোল করেছেন জার্মান ফরোয়ার্ড কাই হাভারটার্চ।
ঘরের মাঠে খেলা। শুরু থেখকে দারুণ খেলতে থাকে আর্সেনাল। খেলার ১০ মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে সেটি সম্ভব হয়ে উঠেনি আর। খেলার ২০ মিনিট আবারো দ্বিতীয় সুযোগ পায় তারা। এবারো গোল করতে পারেনি আর্সেনালের ফরোয়ার্ডরা।
খেলার ২৩ মিনিটে আর ভুল করেননি আর্সেনালে জার্মান ফরোয়ার্ড কাই হাভারটার্চ। টরেসের বাড়ানো বলে গোল করেন তিনি। বিরতির আগে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল ইপসউইচ টাউন। কিন্তু ফরোয়ার্ডরা সে সুযোগ কাজে লাগে পারেনি। প্রথমার্ধে ওই গোলের লিডে বিরতিতে যায় তারা।
বিরতির পর দুই দলে চেষ্টা করে গোলের ব্যবধান বাড়ানোর। কিন্তু সেটি হয়নি। খেলার ৭০ ও ৮০ মিনিটে দুটি সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে বছর শেষ করে আর্সেনাল। ১৮ ম্যাচে ১০ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম অবস্থানে ইপসউইচ টাউন।