পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে অবস্থিত পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পণ্য খালাস কার্যক্রম শ্রমিকরা বন্ধ রেখেছে বলে জানা যায়।
চাঁদপুরে জাহাজে ৭ জন শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে থেকে চলছে ধর্মঘট।
নৌযান ধর্মঘাটের কারণে শ্রমিকরা পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখে।
বন্দরের আউটারে এবং ইনারে থাকা সকল মাদার ভেসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ আছে। তবে সব ধরনের যাত্রীবাহী নৌযান এ কর্মবিরতির আওতামুক্ত।
দেশসংবাদ/এএসএম