Published : Thursday, 26 December, 2024 at 11:58 PM, Update: 27.12.2024 12:25:27 AM
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে যুব মহিলা লীগের নেত্রী সাজেদা আক্তার সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সাজেদা আক্তার সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। তাকে ফেনীর মহিপালে ছাত্র জনতার ওপর হামলা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টিম ফেনী শহরতলীর লালপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তাকে মহিপালে ছাত্র আহতের মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে