Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সংকল্প থাকতে হবে ■ ভারতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা ■ ইংরেজি নববর্ষে যে কাজগুলো থেকে বিরত থাকার আহ্বান ■ ভস্মীভূত ভবনে অনুসন্ধান চালাচ্ছে গোয়েন্দা সংস্থা ■ ‘সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়’ ■ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০ ■ ফের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
Published : Thursday, 26 December, 2024 at 11:18 PM

 ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।   

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে  রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।

এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বয়সজনিত অসুস্থতা কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। 

হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন দেশটির প্রবীণ এই রাজনীতিক।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এই রূপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫০
নিজস্ব প্রতিবেদক
Friday, 27 December, 2024
বিশ্বের বৃহত্তম বাঁধ করবে চীন
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 26 December, 2024
অভিশংসিত হলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউন
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 14 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up