Published : Thursday, 26 December, 2024 at 1:44 PM, Update: 26.12.2024 1:47:48 PM
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আসাদ লিউকেমিয়ায় আক্রান্ত। দুরারোগ্য এই ব্যাধি থেকে তার বেঁচে ফেরার আশা খুব ক্ষীণ। চিকিৎসকরা বলছেন, তার বাঁচা-মরার সম্ভবনা ৫০-৫০।
বুধবার (২৫ ডিসেম্বর) ডেইলি টেলিগ্রাফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আবর নিউজ।
মাত্র দুই সপ্তাহ আগে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীরা আসাদকে উৎখাত করে। উত্তর-পূর্ব সিরিয়া থেকে শুরু হওয়া এইচটিএস-এর নেতৃত্বাধীন বিদ্যুৎগতি আক্রমণ পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এবং আসাদ পরিবারের ৫০ বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটায়। আসাদ ও তার পরিবার পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়। ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে এইচটিএস।
স্বামীর সঙ্গে এখন রাশিয়ায় অবস্থান করছেন আসমা। ব্রিটিশ বংশোদ্ভূত আসমাকে সংক্রমণ রোধে পরিবার থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এই খবরকে কিছু গণমাধ্যমে আসমা আসাদ ডিভোর্স চাচ্ছেন প্রচার করা হয়। আসমার পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ক্রেমলিন বিবাহ বিচ্ছেদের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে।
আসমার বাবার নাম ফাওয়াজ আখরাস। তিনি পেশায় একজন কার্ডিওলজিস্ট। তিনিই এখন মেয়ের যত্ন নিচ্ছেন।
এর আগে গত মে মাসে আসমার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে। এর আগে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তবে ২০১৯ সালে স্তন ক্যান্সার থেকে সেরে উঠেন আসমা।