Published : Thursday, 26 December, 2024 at 9:30 AM, Update: 26.12.2024 9:32:47 AM
মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক। বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সেই ফায়ার সার্ভিসকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।