Published : Wednesday, 25 December, 2024 at 11:43 PM
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনে আপনাদের একটি সুখবর দিয়ে যাই। তিস্তার পানি নিয়ে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সেই অনুযায়ী সমাধান করা হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, শুষ্ক মৌসুমে পানির অভাব আর বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনে আপনাদের একটি সুখবর দিয়ে যাই। পানিসম্পদ উপদেষ্টা এবং আমরা সবাই মিলে আগামী বছরের শুরুর দিকে উত্তরবঙ্গে আসব এবং তিস্তার যে পানির সমস্যা এর দীর্ঘমেয়াদি সমাধান কীভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে।
তিনি আরো বলেন, আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো। তিস্তা নিয়ে আপনাদের কথা শুনে তার পরিপ্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটি পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি আশাবাদী আপনাদের এই দীর্ঘমেয়াদি সমস্যার একটি সমাধান হবে।