Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সচিবালয়ের আগুনে পুড়ল যে মন্ত্রণালয়গুলো ■ সচিবালয়ে আগুনে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই ■ জানা গেছে যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে ■ সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালালো ট্রাক ■ ছয় ঘণ্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ■ ডিসেম্বরে নয়, খালেদা জিয়ার বিদেশযাত্রা ‘জানুয়ারির প্রথমার্ধে’ ■ ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ
জাহাজে ৭ খুন: গ্রেপ্তার ইরফান সাত দিনের রিমান্ডে
Published : Wednesday, 25 December, 2024 at 9:07 PM

এমভি আল-বাখেরার কর্মী ইরফান জাহাজের মাস্টারসহ সাতজনকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন

এমভি আল-বাখেরার কর্মী ইরফান জাহাজের মাস্টারসহ সাতজনকে হত্যা করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন

চাঁদপুরের মেঘনায় সারবোঝাই জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডল ওরফে ইরফানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ ফারহান সাদিক এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌসুলী (এপিপি) শরীফ মাহমুদ সায়েম।

গ্রেপ্তার আকাশ মণ্ডল (২৫) বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে।

এর আগে মঙ্গলবার রাতে ইরফানকে র‌্যাব-৬ সহযোগিতায় বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ কুমিল্লার সদস্যরা।

পরে বুধবার দুপুরে তাকে কুমিল্লায় নিয়ে আসে র‌্যাব। সেখানে তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সাকিব হোসেন।

পরে র‌্যাব আকাশ মণ্ডলকে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করে। সেখান থেকে তাকে কঠোর নিরাপত্তায় আদালতে নিয়ে যায় র‌্যাব, নৌ পুলিশ ও গোয়েন্দা পুলিশ।

অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম বলেন, নৌ পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

জাহাজে ৭ খুন সারাদেশের আলোচিত ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার সঙ্গে অন্য কেউ সংশ্লিষ্ট আছে কিনা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য কেউ জড়িত আছে কিনা তা বেরিয়ে আসবে।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে শরীফ মাহমুদ সায়েম ছাড়াও আরও ছিলেন মাসুদ প্রধানীয়া, ইয়াসিন আরাফাত ইকরাম ও মো. শাহজাহান খান। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না।

এর আগে সোমবার বিকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এমভি ‘আল বাখেরাহ’ জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। জাহাজের মালিকের পক্ষে মাহাবুব মুর্শেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলাটি করেন বলে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান।

একইদিন চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহত সাতজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।

নিহতরা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগনে জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানি নড়াইলের লোহাগড়ার আমিনুল মুন্সী (৪০), জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুরের মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড়া এলাকার জাহাজের ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন মোল্লা (৪০) এবং মুন্সিগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)।

এছাড়া আহত সুকানি জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন।

নিহত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক তিনটি তদন্ত কমিটি।

দেশ সংবাদ/ এসএইচ


আপনার মতামত দিন
মিয়ানমার ফিরতে লাখো রোহিঙ্গার সমাবেশ
কক্সবাজার প্রতিনিধি
Wednesday, 25 December, 2024
জাহাজে ৭ খুন: লাশ হস্তান্তর, তদন্তে তিন কমিটি
চাঁদপুর প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির পদত্যাগ
চট্টগ্রাম ব্যুরো
Sunday, 22 December, 2024
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
Friday, 20 December, 2024
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 11 December, 2024
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি
Wednesday, 11 December, 2024
চট্টগ্রামের কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি
Saturday, 7 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up