ভারতে অবস্থানকৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দেওয়া বাংলাদেশের চিঠি গ্রহণ করেছে দিল্লি। শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলা হয়েছে।
সোমবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে একটি ‘নোট ভারবাল’ (আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি) পাঠিয়েছে বাংলাদেশ।
হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি ২০১৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে বলেও তিনি উল্লেখ করেন।