চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মরদেহের খবর পাওয়া যায়।
জাহাজটিতে ডাকাতরা হামলা চালিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনও পুলিশের আনুষ্ঠিানিক বক্তব্য জানা যায়নি। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা।
জানা গেছে, জাহাজটির নাম “এমভি আল-বাখেরা”। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন স্থানীয়রা।