Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে ছুটির তালিকা প্রকাশ ■ আগাছা উপড়ে ফেলে সুন্দর নির্বাচন হবে, ইভিএম ছাড়াই ■ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল ■ সংস্কার শেষ করতে বছরখানেক সময় চান আসিফ নজরুল ■ সাঈদ খোকনের সপরিবারে দেশত্যাগে নিষেধাজ্ঞা ■ শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিলো ঢাকা ■ চাঁদপুরে জাহাজে ‘ডাকাতি’, ৭ মরদেহ উদ্ধার
এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ বাশার আল-আসাদ
Published : Monday, 23 December, 2024 at 1:41 PM

স্ত্রী আসমা আল-আসাদের সঙ্গে বাশার আল-আসাদ

স্ত্রী আসমা আল-আসাদের সঙ্গে বাশার আল-আসাদ

মস্কোর জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেনে তার স্ত্রী আসমা আল-আসাদ। লন্ডনে চলে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

তুর্কি ও আরব মিডিয়ার বরাত দিয়ে দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আসমা সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। তার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন আসমা। সেখানেই তার বেড়ে ওঠা। তবে ২০০০ সালে আসমা সিরিয়ায় যান এবং একই বছর আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
 
বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল-আসাদ। এরপর ২৪ বছর শক্ত হাতে শাসন করেন সিরিয়া।
 
তবে ১২ দিনের ঝটিকা আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
 
ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল-আসাদ মস্কোকে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদন দেয়া হয়নি।
 
রুশ কর্তৃপক্ষ তার সম্পদ ও অর্থ জব্দ করেছে। তার সম্পদের মধ্যে ছিল ২৭০ কেজি স্বর্ণ, ২ বিলিয়ন ডলার, মস্কোতে ১৮টি অ্যাপার্টমেন্ট।
 
বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকে রাশিয়ায় আশ্রয় দেয়া হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে সৌদি ও তুর্কি মিডিয়া জানিয়েছে। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন।
 
পতনের পর সিরিয়া থেকে বাশার আল-আসাদের রাশিয়ায় চলে যাওয়াটা ছিল অপরিকল্পিত। গত ১৬ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমন দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে যেতে চাননি।
 
টেলিগ্রামে সিরিয়ান প্রেসিডেন্সি অ্যাকাউন্ট থেকে বিবৃতিতে দাবি করা হয়, ‘সিরিয়া থেকে আমার প্রস্থানের পরিকল্পনাও ছিল না বা এটি যুদ্ধের শেষ ঘণ্টায়ও ঘটেনি। যেমনটি কেউ কেউ দাবি করেছেন; তার বিপরীতে, ৮ ডিসেম্বর ভোর পর্যন্ত আমি দামেস্কে ছিলাম এবং আমার দায়িত্ব পালন করেছি।’
 
বিবৃতিতে আরও দাবি করা হয়, ৮ ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হামিমিমে রাশিয়ার বিমানঘাঁটিতে চলে যান এবং ঘাঁটি আক্রমণের মুখে পড়লে রাশিয়া তাকে সরে যেতে বলে।
 
বিবৃতিতে বলা হয়, ঘাঁটি ছেড়ে যাওয়ার কোনো কার্যকর উপায় না থাকায়, মস্কো অনুরোধ করেছিল যে ঘাঁটির কমান্ড ৮ ডিসেম্বর সন্ধ্যায় আসাদকে রাশিয়ায় অবিলম্বে সরিয়ে নেয়ার ব্যবস্থা করবে। এটি দামেস্কের পতনের একদিন পরে ঘটেছিল।
 
বিবৃতিতে আসাদ আরও দাবি করেন, দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার সময় আমি পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করিনি। কোনও ব্যক্তি বা দলও এমন প্রস্তাব আমাকে দেয়নি। বরং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই একমাত্র কর্মপন্থা আমার মনে হয়েছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ বাশার আল-আসাদ
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 23 December, 2024
ইসরায়েলি হামলায় গাজায় ৫০ ফিলিস্তিন নিহত
আর্ন্তজাতিক ডেস্ক
Monday, 23 December, 2024
গাজায় ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত
নিজস্ব প্রতিবেদক
Thursday, 19 December, 2024
‘আমি পালিয়ে যেতে চাইনি’
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 16 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up