Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ■ শ্রীপুরে কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২ ■ সিনিয়র সচিব নাসিমুল গণিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ■ নির্বাচনে কারা আসবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ■ ‘সাধারন মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ঠিকভাবে ভোট দিতে দেয়া’ ■ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে ■ ‘আ:লীগ প্রতিষ্ঠিত হতে চাইলে আরও একটি অভ্যুত্থান হবে’
প্রশাসন বাদ দিয়ে ২৫ ক্যাডারের নতুন সংগঠন
Published : Sunday, 22 December, 2024 at 9:08 PM

প্রশাসন বাদে অন্য ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র পুল সার্ভিস

প্রশাসন বাদে অন্য ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র পুল সার্ভিস

বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডারের উপসচিব ও তার ওপরের পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫) গঠন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ার প্রত্যয়ে প্রশাসন ক্যাডার ছাড়া ২৫ ক্যাডারের উপসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সিনিয়র সার্ভিস পুল অফিসার্স (২৫ ক্যাডার) (বিএএসএসপিও-২৫)।

গতকাল শনিবার রাজধানী ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. মাজেদুল ইসলামকে আহ্বায়ক, অর্থ বিভাগের উপসচিব ড. মো. নুরুল আমিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনিরকে ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটি অ্যাসোসিয়েশনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জাতি যে শোষণ ও দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তা অর্জনের লক্ষ্যে বৈষম্যমুক্ত, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
প্রশাসন বাদ দিয়ে ২৫ ক্যাডারের নতুন সংগঠন
নিজস্ব প্রতিবেদক
Sunday, 22 December, 2024
গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা
নিজস্ব প্রতিবেদক
Saturday, 21 December, 2024
আ: লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই
রংপুর প্রতিনিধি
Thursday, 19 December, 2024
শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক
Friday, 13 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up