Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শ্রীপুরে কারখানায় আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২ ■ সিনিয়র সচিব নাসিমুল গণিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ■ নির্বাচনে কারা আসবে, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের ■ ‘সাধারন মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ঠিকভাবে ভোট দিতে দেয়া’ ■ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে ■ ‘আ:লীগ প্রতিষ্ঠিত হতে চাইলে আরও একটি অভ্যুত্থান হবে’ ■ নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন করে যা রাখা হলো
Published : Sunday, 22 December, 2024 at 4:44 PM

যমুনা নদীতে নব নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন

যমুনা নদীতে নব নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন

যমুনা নদীতে নব নির্মিত রেল সেতুর নাম পরিবর্তন করে নতুন নাম করা হয়েছে ‘যমুনা রেল সেতু’। প্রথমে এই সেতুর নাম রাখা হয়েছিল ‘বঙ্গবন্ধু রেল সেতু’।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত নতুন রেল সেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন ‘যমুনা রেল সেতু’ নামেই উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই রেল সেতু উদ্বোধন করা হতে পারে।

বর্তমান যমুনা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর নানা সমস্যার কথা উল্লেখ করে রেলওয়ের মহাপরিচালক বলেন, এখন যমুনা বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। এতে মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টার বেশি। এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ৪ হাজার ৬৩১ কোটি টাকা এবং জাপানের জাইকা ১২ হাজার ১৪৯ কোটি টাকা অর্থায়ন করে।

যমুনা সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করছে। নতুন সেতু চালুর পর আন্তনগর, লোকাল, কমিউটার ও মালবাহী ট্রেনসহ ৮৮টি ট্রেন পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে। তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে।

রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে৷ চাইলেও নতুন ট্রেন দিতে পারছি না৷ তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন, পাবনাবাসীর জন্য কোনও নতুন ট্রেন পরিচালনা করা যায় কিন। সেটি নিয়ে আমরা ভাবছি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বন্ধ ধাকার পর ফেরি চলাচল স্বাভাবিক
মানিকগঞ্জ প্রতিনিধি
Sunday, 22 December, 2024
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 17 December, 2024
ঢাকা-জয়দেবপুর রুটে ৪ জোড়া ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
Sunday, 15 December, 2024
রেললাইন অবরোধ করে বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 21 November, 2024
ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Monday, 18 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up