দখলদার ইসরায়েলি হামলায় ফিলিস্তিরে ১০ জন নিহত হয়েছে। মূলত হামলাটি হয়েছে কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবির এবং দেইর আল-বালাহ শহরের দুটি বাড়িতে। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব সতর্কতা ছাড়াই ‘অভূতপূর্ব পদ্ধতিতে’ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে তীব্র এবং ভারী বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকার উত্তর প্রান্তে মাত্র যে তিনটি হাসপাতালে এখনো অপারেশনাল চিকিৎসা সুবিধা চালু রয়েছে এই হাসপাতাল তার মধ্যে একটি।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিস্ফোরক এবং ট্যাঙ্ক দিয়ে হামলা চালানো হচ্ছে, হাসপাতালের বিভাগগুলোতে উপস্থিত থাকা অবস্থায় সরাসরি আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে শুক্রবার এক পরিবারের সাত শিশুসহ ১২ জনকে হত্যা করে দখলদার ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স রেসকিউ এজেন্সি জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।