Published : Friday, 20 December, 2024 at 11:59 PM, Update: 21.12.2024 12:20:35 AM
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলাধীন মহেড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টা ৪৫ থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত মহেড়া ইউনিয়ন পরিষদের মাঠে স্থানীয় ইউনিয়ন শাখার আয়োজনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এ জনসমাবেশে মহেড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। এ সভায় টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমির জনাব আহসান হাবিব (মাসুদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় টাঙ্গাইল জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, মির্জাপুর উপজেলা জামাতে ইসলামী আমির অধ্যাপক ইয়াহ-ইয়া খান (মারুফ), সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক খন্দকার কবির হোসেন, গোড়াই ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী আমির মাওলানা শাহজাহান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।