৫৫ বছর বা তার অধিক বয়সী প্রবাসীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত।
গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার প্রকাশিত সরকারি আদেশে জানানো হয়, ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রবাসীরা এখন সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যারা এর আগে ৫৫ বছর বয়স পূর্ণ করেছেন, তারা আগেও দেশটিতে অবস্থান করলেও নতুন নিয়মে রেসিডেন্সি ভিসা আবেদন করতে পারবেন।
নতুন নিয়মে আবেদনকারী প্রবাসীদের শর্তে উল্লেখ করা হয়েছে, তাদের কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আবেদনকারীর কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ থাকতে হবে অথবা মাসিক ২০ হাজার দিরহাম আয় থাকতে হবে (দুবাইয়ের জন্য মাসিক ১৫ হাজার দিরহাম)। আবেদনকারীদের সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।
এই ভিসা ৫ বছরের জন্য থাকবে এবং ৫ বছর পর শর্ত পূর্ণ হলে আবেদনকারী পুনরায় ভিসা নবায়ন করতে পারবেন। ভিসার জন্য আবেদন সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইট বা আইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন মাধ্যমে করা যাবে।
অতিরিক্তভাবে অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য বিশেষ এক প্রোগ্রাম চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এতে অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাদের সঙ্গী ও নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পেতে পারবেন।
এই প্রোগ্রামে আবেদনকারীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে, আর্থিক যোগ্যতার মধ্যে থাকতে হবে মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ১০ লাখ দিরহাম ব্যাংক অ্যাকাউন্টে জমা।