তিনি বলেন, বনশ্রী ‘সি’ ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠানো হয়েছে। ৬তলা ঐ ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।