Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাহাজে ৭ খুন: লাশ হস্তান্তর, তদন্তে তিন কমিটি ■ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান ট্রেইনি চিকিৎসকদের, কর্মবিরতি ঘোষণা ■ কলকাতায় জেল থেকে মুক্তি পেলেন পিকে হালদার ■ ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে ■ এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা ■ বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক ■ সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কাকরাইলে অবস্থানের ডাক
ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু
Published : Friday, 20 December, 2024 at 12:32 PM

আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন

আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় স্থানীয় পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় ও প্রচন্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে পাঁচ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল ও মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।

এদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগেই উপস্থিত হয়েছিলেন। তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫ হাজার শিশুর প্রত্যেককে অর্থ ও অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: স্কাই নিউজ

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি
আর্ন্তজাতিক ডেস্ক
Tuesday, 24 December, 2024
পদত্যাগ করছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
Thursday, 5 December, 2024
১৭ বছর আগের ঘটনায় জন্য ক্ষমা চাইলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 29 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up