গেলো কয়েকদিন আগেই তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে ইত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। মূলত গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে এমন হয়। এতেই ২৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুবুর রহমান জানান, মামলায় অভিযুক্তদের নাম তদন্তের স্বার্থে এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা সাদের অনুসারীরা ২০ ডিসেম্বর থেকে পাঁচদিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন। কিন্তু জুবায়ের অনুসারীরা তাদের জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেয়। এর জেরে বুধবার ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।
এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।