প্রায় এক মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ১৯ দশমিক ২০ বিলিয়ন ডলার বা এক হাজার ৯২০ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ডলার হয়েছে। এ রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি (বিপিএম৬) অনুসারে করা।
বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ এখন ২ হাজার ৪৭৫ কোটি ১৬ লাখ ডলার। গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ দেড়শো কোটি ডলার পরিশোধ করা হয়।
এতে আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। এদিকে চলতি মাসেই বিশ্বব্যাংকের ১ বিলিয়ন ডলার ঋণ যুক্ত হওয়ার কথা হয়েছে। তাহলে এ মাসেই ২০ বিলিয়ন ডলার অতিক্রম করবে রিজার্ভ।