Published : Thursday, 19 December, 2024 at 11:30 AM, Update: 19.12.2024 11:34:45 AM
কারাবাও কাপের সেমিফাইনালে উঠেছে লিভারপুল ও আর্সেনাল। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। আর গ্যাব্রিয়েল জেসাসেস হ্যাটট্রিকে ভর করে আর্সেনাল ৩-২ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।
আর্সেনাল অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল। চতুর্থ মিনিটেই প্যালেসের জিয়ান-ফিলিপে-মাতেতা গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে ক্রিস্টাল।
বিরতির পর ৫৪ মিনিটে জেসাস গোল করে সমতা ফেরান। এরপর ৫৪ ও ৮১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। দলকে এগিয়ে নেন ৩-১ ব্যবধানে। ৮৫ মিনিটে প্যালেসের ইডি এনকেটিয়াহ গোল করে ব্যবধান কমান। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গার্নার্সরা।
এদিকে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে লিড নেয় লিভারপুল। এ সময় দারউইন নুনেজ গোল করে এগিয়ে নেন অলরেডদের। বিরতিতে যাওয়ার আগে ৩২ মিনিটে হার্ভি এলিয়টের গোলে ব্যবধান দ্বিগুণ হয় লিভারপুলের। বিরতির পর ৫৯ মিনিটে সাউদাম্পটনের ক্যামেরন আর্চার গোল করে ব্যবধান কমান। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। জায়গা করে নেয় শেষ চারে।
আরেক কোয়ার্টার ফাইনালে নিউ ক্যাসল ইউনাইটেড ৩-১ গোলে ব্রেনফোর্ডকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে শেষ কোয়ার্টার ফাইনালে লড়বে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেড।