Published : Thursday, 19 December, 2024 at 10:18 AM
কয়েকদিন আগেই প্রথম পাকিস্তান থেকে পন্য নিয়ে জাহাজ আসে বাংলাদেশে। যা অতীতের রেকর্ড ছিল না। যা নিয়ে আলোচনা হয় সবস্থানে। এবার দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং।
গত ১১ ডিসেম্বর দেশটির করাচি বন্দর থেকে ৮২৫ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা জাহাজটির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটিতে আসা কনটেইনারগুলোতে পোশাক শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য মূলত রাসায়নিক ও খনিজ পদার্থ রয়েছে। এর আগে একই জাহাজ ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দর পৌঁছে। ওইসময় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথমে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে। এরপর সেখান থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছে।
ওইসময় জাহাজটির বিভিন্ন কনটেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেশিয়াম ভাঙা কাচ, কাঁচামাল কাপড়, রং গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। ১২ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিল।