Published : Wednesday, 18 December, 2024 at 8:32 PM
কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। কিছুদিন আগে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে দিনে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা হাজারের ঘর ছাড়িয়েছিল। এখন কমে আসছে সেই সংখ্যা, সেই সঙ্গে কমছে দিনে মৃত্যুর সংখ্যাও।
বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগের দিন সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ২৭৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।
এর আগে গত ১৭ নভেম্বর ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে সর্বোচ্চ এক হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তির তথ্য দিয়েছিল অধিদপ্তর। আর ২৩ নভেম্বর জানিয়েছিল এ রোগে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর খবর।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ২৭৪ জনকে নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে হাসপাতালে ভর্তি হলো ৯৯ হাজার ৫৬৯ জন, এ সময়ে মৃত্যু হয়েছে ৫৫৬ জনের।
অধিদপ্তরের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া ২৭৪ জনের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে ৪০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে ৩৮ জন, খুলনা বিভাগে ৪৩ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে তিনজন আর সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছে দুইজন।
আর মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিল দুইজন করে আর খুলনা বিভাগের হাসপাতালে ছিলেন একজন। এই পাঁচজনের মধ্যে পাঁচ বছরের মধ্যে এক ছেলেসহ পুরুষ তিনজন আর দুইজন নারী।
তথ্য বলছে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আট হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে আর মৃত্যু হয়েছে ৬৮ জনের।