Published : Wednesday, 18 December, 2024 at 12:13 PM, Update: 18.12.2024 12:19:25 PM
প্রায় এক যুগ পর সাবেক জামায়াতে নেতা প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামী ২৬ ডিসেম্বর দেশে ফিরবেন। বুধবার (১৮ ডিসেম্বর) তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।
জানা গেছে, তিনি সুপ্রিম কোর্টে আইনপেশায় নিয়মিত হবেন। তার দুই ছেলে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করে আসছেন।
শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ছিলেন জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ইংল্যান্ডে চলে যান তিনি।
পরে জামায়াতে ইসলামী থেকেও পদত্যাগ করেন। জামায়াত থেকে পদত্যাগ করার পর তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন তিনি।